শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল ৫ আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমের পক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে নগরীর বিভিন্ন স্থানে।
বৃহস্পতিবার নগরীর ১১, ১২, ১৩ ও ১৪নং ওয়ার্ডে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রতি পরিবারকে ১ লিটার তেল, ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি পেয়াঁজ ও ১টি করে সাবান দেয়া হয়।
জানা গেছে, বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ২শ দু:স্থ পরিবারকে নিত্যপ্রয়োজনীয় এই সামগ্রী বিতরণের কার্যক্রম চলছে।
এছাড়াও বরিশাল সিটি কর্পোরেশন ও সদর উপজেলা মিলিয়ে প্রাথমিক পর্যায়ে ১০ হাজার গরীব ও দু:স্থ পরিবারকে এই নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হবে বলে জানান আওয়ামী লীগ নেতা মাহামুদুল হক খান মামুন।