শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
কুড়িগ্রামে বাংলা ট্রিবিউনের প্রতিনিধি আরিফুল ইসলামের বাড়ির দরজা ভেঙে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের জেল দেওয়ার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে রিপোর্টার্স ইউনিটি।
রোববার (১৫ মার্চ) দুপুর ১২টায় অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিধান সরকারের সঞ্চালনায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষের সভাপতিত্বে মানববন্ধনে সাংবাদিক নেতারা বক্তব্য দেন।
এসময় বক্তারা বলেন, সাংবাদিক আরিফের নির্যাতনকারীদের বিচার না হলে এ ধরনের নির্যাতন বন্ধ করা যাবে না। একইসঙ্গে তার মুক্তিরও দাবি জানানো হয়েছে।
এই মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়ন সংগঠনের নেতারা অংশ নেন।
ভিডিও দেখতে ক্লিক করুন: https://crimeseen24.com/news-video/কুড়িগ্রামে-সাংবাদিকের/