শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
বরিশালে পৃথক তিনটি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের সহায়তা দিয়েছে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সারে ৬টার দিকে নগরীর নবগ্রাম রোডস্থ নিজ বাসভবনে ক্ষতিগ্রস্থদের হাতে টাকা ও টিন তুলে দেন তিনি। ২৯টি পরিবারের প্রতিটিকে ঘর নির্মানের জন্য দুই বান করে টিন, নগদ ১০ হাজার টাকা অারো ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়াও প্রত্যেক পরিবারকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
সম্প্রতি নগরীর বটতলা, শহরতলীর শোলনা ও টুঙ্গিবাড়িয়া এলাকায় পৃথক তিনটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই ২৯টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়। তাদের সহায়তার জন্য স্থানীয় সংসদ সদস্য হিসেবে প্রতিমন্ত্রী এই সহায়তা করেন।