শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
“ভোটার হয়ে ভোট দিব, দেশ গড়ায় অংশ নেব” এই শ্লোগানকে সামনে রেখে বরিশালে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় ভোট দিবস পালিত হয়েছে।
সোমবার (০২ মার্চ) সকাল সাড়ে ৯ টায় আঞ্চলিক, জেলা ও উপজেল নির্বাচন কার্যালয়ের আয়োজনে জাতীয় নির্বাচন দিবস উপলক্ষে বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করে বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। সেখান থেকে একটি র্যালি বের হয়ে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়। পরে অশ্বিনী কুমার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো:আলাউদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মো: শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, বরিশালের পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সহ অন্যরা। সভা শেষে ১০ জন নূতন ভোটারের হাতে জাতীয় পরিচয় পত্র তুলে দেয়া হয়।