শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
বরিশাল নগরের দক্ষিন আলেকান্দায় অভিযান চালিয়ে ওয়ার্ড আওয়মীলীগের নেতাসহ তিনজনকে আটক করা হয়েছে।
ওইসময় তাদের কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরের দক্ষিন আলেকান্দার মেডিকেল মেডিকেল কলেজ লেন সংলগ্ন একটি স্টিল আলমারি তৈরির কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, নগরের ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামীলীগের জগলুল মোর্শেদ প্রিন্স, স্টিল আলমারি তৈরির কারখানার মালিক আব্দুল্লাহ আল রিয়াজ ও চান্দুমার্কেট এলাকার বাসিন্দা মোসলেম মোর্শেদ সুজন।
কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, এ ঘটনায় থানার এসআই টিপু সুলতান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।