বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
জমিয়াতুল মোদার্রেছীন সম্মেলন সফল করতে বরিশালে শনিবার সন্ধ্যায় বরিশালে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন উপলক্ষে জাতির পিতার ভাবনা ও আজকের প্রেক্ষাপট বিষয়ে আগামী ২২ ফেব্রুয়ারি ঢাকায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। এ লক্ষ্যে শনিবার সন্ধ্যায় বরিশাল টাউন হল সংলগ্ন বায়তুল মোকাররম মসজিদে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন বরিশাল জেলা ও মহানগর সম্মেলন বাস্তবায়নে প্রস্তুতি সভায় নানান সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন জমিয়াতুল মোদার্রেছীনের যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ আবদুর রব। জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোঃ ইব্রাহিম খান এর সঞ্চালনায় বক্তৃতা করেন মাওঃ মোঃ নজরুল ইসলাম, মাওঃ মোঃ আমির হোসেন তালুকদার, মাওঃ মোঃ হাবিবুর রহমান, মাওঃ মোঃ হারুন অর রশিদ।