বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
টিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও দক্ষিণাঞ্চলের শিক্ষা প্রসারে অগ্রনী ভূমিকা রাখা মহাত্মা অশ্বিনী কুমার দত্তের ১৬৪ তম জন্ম জয়ন্তী পালিত হয়েছে বরিশালে।
শনিবার সকালে অশ্বিনী কুমার সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সরকারি বরিশাল কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জুয়েল মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি ছিলেন, কলেজের উপাধ্যক্ষ নাসির উদ্দিন সিকদার, সহকারি অধ্যাপক লতিফা আখতার, আলমগীর হোসেন, মামুন মোর্শেদ, সংগঠনের উপদেষ্টা অপূর্ব দাস অপু, আল আমিন, ইয়াকুব হোসেন, মিঠুন রায়, মেহেদী আল মামুন, পিন্টু দাস প্রমূখ। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে অশ্বিনী কুমার দত্তের জন্মজয়ন্তী উপলক্ষে তার প্রতিষ্ঠিত সরকারি ব্রজমোহন কলেজে নানা আয়োজন করা হয়। সকালে অশ্বিনী কুমার দত্তের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কলেজ অধ্যক্ষ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে র্যালী অনুষ্ঠিত হয়।
এদিকে জন্মজয়ন্তী উপলক্ষে অশ্বিনী কুমার শিশু নিকেতনে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এর উদ্বোধন করেন বিএম কলেজ অধ্যক্ষ শফিকুর রহমান সিকদার।