বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
আগামী ১৭ জানুয়ারি হতে দেশব্যাপী একযোগে শুরু হবে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২০।
এ উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে নয়টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বরিশাল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২০ উপলক্ষে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা বরিশাল এসএম অজিয়র রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বরিশাল মোঃ আতাউর রাব্বিসহ সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়ার, কোচ, ম্যানেজার, রেফারি ধারাভাষ্যকার এবং বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।