বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
বরিশাল জেলার সরকারী কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ”উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১০ টায় নগরীর পুলিশ লাইন্স হলরুমে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মান প্রকল্পের আয়োজনে ‘উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বরিশালের পুলিশ সুপার মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো: শফিকুল ইসলাম।
সেমিনারে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বরিশালের ১০ টি উপজেলার সরকারী কলেজ ও স্কুলের ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।
এদিকে দুপুর ২টায় একই স্থানে ‘উগ্রবাদ প্রতিরোধ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ড. ছাদেকুল আরেফিন।
সভাপতিত্ব করেন পুলিশ সুপার সাইফুল ইসলাম। এই সভায় বরিশাল জেলার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।