শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন
মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে রোববার (১২ জানুয়ারি) রাতে দুই যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত দুইজনের পরিচয় মিলেছে। নিহতরা দুইজনে মা-ছেলে। এ দুর্ঘটনায় আহত হন আরও তিন।
নিহতরা হলেন- বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ভান্ডারিকাঠি এলাকার রুবেলের স্ত্রী মাহমুদা খাতুন (২৪) ও তার ছেলে মমিন (৬)। আহতরা হলেন, নুর জাহান বেগম (২৮), আইফুনা বেগম (৬০) ও হযরত আলী (৭০)।
চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের খান বলেন, রোববার রাতে চাঁদপুর হাইমচর উপজেলার মাঝের চর ও মিয়ার বাজার এলাকার মধ্যবর্তী স্থানে এমভি কীর্তনখোলা-১০ ও এমভি ফারহান-৯ নামক লঞ্চ দু’টির সংঘর্ষ হয়। এতে কীর্তনখোলা-১০ লঞ্চের দুই যাত্রী নিহত ও তিনজন আহত হন।
নিহত দুইজনের মরদেহ ওই লঞ্চে করে বরিশাল নেওয়া হয়েছে। গুরুতর আহত নুর জাহান বেগমকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপালে প্রাথমিক চিকিৎসার পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: >>মেঘনায় কীর্তণখোলা ও ফারহান লঞ্চের সংঘর্ষ, নিহত ২।