শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন
দুই সহস্রাধিক যাত্রী নিয়ে দুর্ঘটনা কবলিত হয়েছে ঢাকা-বরিশাল নৌ রুটের সুরভী ৯ লঞ্চ।
সোমবার রাত ৯টায় লঞ্চ ছাড়ার পর নদীর অপর প্রান্তে চরকাউয়ায় ব্লকের সাথে ধাক্কা লেগে লঞ্চের পাখা, সেড ও আইল(ডানে-বামে ঘোরানো যন্ত্র) ভেঙে যায় বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
এ রিপোর্ট (রাত ১১টা ২৫ মিনিট) লেখা পর্যন্ত লঞ্চটি ঢাকার উদ্যোশে রওনা দিতে পারে নি।
এবিষয়ে লঞ্চের নম্বরে ফোন দেয়া হলে তা বন্ধ পাওয়া যায়।
লঞ্চের যাত্রীরা জানান, পারাবাত ৯ বরিশাল ঘাট থেকে ছেড়ে ঢাকার উদ্যোশে রওনা দেয়। কিন্তু সুরভী ৯ ওই লঞ্চের আগে যেতে চাইলে চরকাউয়া ঘাটে লেগে এই দুঘটনা ঘটে। এতে করে যাত্রীরা আতংকিত হয়ে পরে।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার জানান, বিষয়টি সম্পর্কে খোজ নেয়া হচ্ছে।