বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
বরিশাল জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন আয়োজিত ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বরিশাল ইমারত নির্মান শ্রমিকদের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাধারন সভার উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. মানবেন্দ্র বটব্যাল।
উদ্বোধন শেষে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
পরে অশ্বিনী কুমার হলে সাধারন সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক আঞ্চলিক শ্রম দপ্তর শেখ মোঃ সেলিম আহম্মেদ, বরিশাল এসোসিয়েট অব বিল্ডিং কনসালটেন্টের সাধারন সম্পাদক ইঞ্জিঃ জাহিদুল ইসলাম, একে আজাদ, হিরন কুমার দাস মিঠু সহ কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ।