বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন
নাসির উদ্দিন (পটুয়াখালী,গলাচিপা) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় মৌসুমী হত্যায় আদালতে ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে মৌসুমীর শ্বশুর মো. সাহাবুদ্দিন হাওলাদার (৪০)। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে গলাচিপা থানা (ওসি) কে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনে নির্দেশ দেন।
সাহাবুদ্দিন হচ্ছেন উপজেলার গোলখালী ইউনিয়নের ছোট গাবুয়া মোশারেফ হাওলাদারের ছেলে। মৌসুমী হচ্ছেন আমখোলা ইউনিয়নের রামানন্দ গ্রামের আলমগীর খার মেয়ে।
আসামীরা হলেন, রাসেল হাওলাদার (২৪) কুলসুম (২২) জহিরুল হাওলাদার (২০) ইমরান (২৫) মোসা আনোয়ারা (৪০)। গত ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার মৌসুমীর বাবার বাড়ি আমখোলা ইউনিয়নের রামানন্দ গ্রামে বসে মৃত্যু হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ৭ মার্চ ২০১৮ তারিখ ইসলামী রিতিনীতি ও শরিয়ত মোতাবেক রেজিষ্ট্রীকৃত কাবিনমূল্যে সাহাবুদ্দিনের ছেলে হিরন এর সাথে আলমগীর খার মেয়ে মৌসুমী আক্তার এর সাথে বিবাহ হয়। বিবাহের পর হইতে থেকে মৌসুমী আক্তার ও হিরন হাওলাদার এর সুখে শন্তিতে বসবাস করিয়া আসিতে থাকে। দাম্পত জীবন যাপন করিতে থাকে বিবাহের পর হইতে রাসেল হাওলাদার মৃত্যু মৌসুমী আক্তারের উপর ও হিরন হাওলাদারের উপর ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিবে বলিয়া মুঠো ফোনে হুমকি ধামকি প্রদান করেন বলে মামলায় উল্লেখ করা হয়।
আরও উল্লেখ করা হয় ঘটনার ২ দিন পূর্বে মৃত্যু মৌসুমী আক্তার তার বাবার বাড়িতে যান। সাহাবুদ্দিন হাওলাদার বলেন, রাসেল হাওলাদারের সাথে তার পুত্রবধু মৌসুমীর সাথে অবৈধ সম্পর্ক থাকায় মৌসুমীর হত্যা।
এ ব্যাপারে গলাচিপা থানার (ওসি)
আখতার মোর্শেদ বলেন, আদালতে মামলা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।