রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
অনলাইন ডেক্স: বরিশাল, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টে বরিশাল মহানগর শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগরের সভাপতি বিজন সিকদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্ত্তী, সংগঠনটির সাধারণ সম্পাদক সুজন আহমেদ, সরকারি ব্রজমোহন বিএম কলেজের সংগঠক মিনহাজুল ইসলাম সহ আরো অনেকে।
এতে বক্তারা সাইবার নিরাপত্তা আইন বাতিল, শিক্ষা উপকরনসহ নিত্য পণ্যের দাম কমানো, শিক্ষাঙ্গনে সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত, গনতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন এর দাবিতে সহ ৫ দফা দাবি তুলে ধরেন। বিক্ষোভ সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।