মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্স: বরিশাল মেট্রোপলিটন এলাকায় পৃথক অভিযানে পাঁচ কেজি গাঁজা ও ২৭০ ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের ইনচার্জ এসআই তানজিল আহমেদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশের একটি দল চরকাউয়া ইউনিয়নের বরইতলা এলাকার একটি বসত ঘরে অভিযান চালানো হয়। এ সময় মোস্তফা ওরফে রনি (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়।
অপরদিকে নগর গোয়েন্দা (ডিবি) শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরের বিএম কলেজ রোড তালভিটা প্রথম গলি এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল হোসেন মিল্টন মিঞাকে (৪৭) ১০০ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এসআই তানজিল।