বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে টাইফয়েড প্রতিরোধ টিকাদান ২০২৫ প্রস্তুতি সভা অনুষ্ঠিত আত্মগোপনকারী ও বাবার শত্রুর মধ্যেই লুকিয়ে রয়েছে স্কুলছাত্রী মরিয়ম হ/ত্যা/কারী কুয়াকাটা সৈকতে ভেসে এলো ট্রলারসহ নিখোঁজ ১ জেলের মরদেহ সভানেত্রী লিলি, সম্পাদিকা নার্গিস।। কলাপাড়া উপজেলা ও পৌর মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন ডাকাতিসহ একাধিক মামলার আসামী শহিদ ফকির গ্রেফতার কুয়াকাটায় নারী কৃষকদের দুইদিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা বাউফলে কৃষকলীগের কেন্দ্রীয় নেতা পুলিশের হাতে গ্রেপ্তার নির্বাচনের আগে লটারির মাধ্যমে এসপি-ওসিদের বদলি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন কমিশনকে  চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বরিশাল কালচারাল অফিসার অসিতের বিরুদ্ধে জেলা প্রশাসনের তদন্ত শুরু কলাপাড়া থানা পুলিশ’র ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত বাউফলে সাংবাদিকদের সাথে কৃষকদলের কেন্দ্রীয় নেতার মতবিনিময় কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার আমাদের পালাবার যায়গা নেই।।তাই জনগণের স্বার্থবিরোধী কিছু করা যাবেনা…. এবিএম মোশাররফ হোসেন শেখ হাসিনা পালানোর ১ বছর পূর্তি উপলক্ষ্যে পটুয়াখালী সাবেক পৌর শ্রমিক দলের বিজয় মিছিল
বরিশালের জনপ্রিয় কাউন্সিলর রনিকে নিয়ে ষড়যন্ত্র, রনিকে ফাসাতে চায় কারা?

বরিশালের জনপ্রিয় কাউন্সিলর রনিকে নিয়ে ষড়যন্ত্র, রনিকে ফাসাতে চায় কারা?

Sharing is caring!

কাউন্সিলর রনিকে নিয়ে ষড়যন্ত্র, রনিকে ফাসাতে চায় কারা?
ক্রাইমসিন ডেক্সঃ
বরিশাল সিটি কপোরেশনের সর্ব কনিষ্ঠ ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনির বিরুদ্ধ সংঘবদ্ধ একটি চক্র ষড়যন্ত্র শুরু করেছে।
বিষয়টির সুষ্ঠ তদন্তের দাবি জানিয়ছে এলাকাবাসী ও সচেতন মহল।
আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে দেশের সর্বকনিষ্ট কাউন্সিলর কেফায়েত হোসেন রনিকে হেয় প্রতিপন্ন করতে নানা ষড়যন্ত্রের লিপ্ত হয়েছে একটি চক্র।
সর্বশেষ বরিশাল সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনির বিরুদ্ধে ধর্ষণ মামলার আবেদন করেছেন বরিশাল নগরীর এক তরুণী। সোমবার ১৬ মে নগরীর হযরত কালুশাহ সড়ক এলাকার ওই তরুনি বাদী হয়ে কাউন্সিলর রনির বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের করে।
বিষয়টি নিয়ে মঙ্গলবার সাংবাদিকরা মামলার ব্যাপারে ওই তরুণীকে প্রশ্ন করলে ওই তরুনি কথা বলতে রাজি হয়নি।
এর আগে সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন ওই তরুণী। আদালতের বিচারক ইয়া রব হোসেন মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদন্ত শেষে ১৬ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
তবে বিষয়টি সম্পূর্ণ সড়যন্ত্র এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তাকে হেয় প্রতিপন্ন করতে এটি সম্পূর্ণ সাজানো হয়েছে বলে দাবী করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনি।
তিনি বলেন, ‘একটি কুচক্রী মহল সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। আমি ওই তরুনিকে চিনিনা। উল্টো সে আমাকে হুমকী দিয়ে আসছিল।
তিনি বলেন, আসলে আর কিছু দিন পর সিটি নির্বাচন। তাই নির্বাচনকে কেন্দ্র করে আমার প্রতিপক্ষরা এই মিথ্যা মামলা দিয়ে নাটকটি সাজিয়েছে।
রনি আরো বলেন, ‘আমার বাসার চারদিকে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা রয়েছে। প্রশাসন চাইলে সিসি টিভি ফুটেজ যাচাই-বাছাই করে দেখতে পারে, যে আমার বাসায় কবে কে আসছে আর গেছে।
তিনি বলেন, ‘কিছু দিন ধরে কয়েকটি অপরিচিত নাম্বার থেকে ফোন দিয়ে বিয়ের জন্য বলে। এ ঘটনায় আমি একটি সাধারণ ডায়েরি করে রেখেছি।’
গত ১২ মে কাউনিয়া থানায় ডায়েরিটি করেন কাউন্সিলর রনি, যাহার নং-৪৭০। ওই ডায়েরিতে উল্লেখ করা হয়, গত ১৩ এপ্রিল তার ব্যক্তিগত মোবাইল নাম্বারে দুটি মোবাইল নাম্বার থেকে ফোন করে পরিচয় জানতে চায়। কাউন্সিলর রনি তার পরিচয় দিলে অপর প্রান্তে থাকা তরুণী জানান, তার বান্ধুবী রনিকে পছন্দ করেন এবং বিয়ে করতে চায়। বিয়ের পারিবারিক ভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান কাউন্সিলর রনি। তারপর থেকে ওই তরুণীর বান্ধুবী রনিকে ধারাবাহিকভাবে ফোন দিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে থাকেন বলেও সাধারন ডায়েরিতে উল্লেখ করা হয়।
এ ছাড়া কাউন্সিলর রনি আরো উল্লেখ করেন, ওই তরুণীর প্রস্তাবে রাজী না হওয়ায় তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা সহ আত্মহত্যার হুমকি দেয়। ওই তরুণী তার মাকে দিয়েও রনির মোবাইল নাম্বারে ফোন দিয়ে বিয়ের প্রস্তাব দেয়। এত কিছুর পরেও রনি ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তার হোয়্যাটস এ্যাপ নাম্বার ও ব্যক্তিগত নাম্বারে এসএমএস এর মাধ্যমে অসম্মানযোগ্য কথা বলার পাশাপাশি হুমকি প্রদানের অভিযোগ করেন কাউন্সিলর রনি।
সর্বশেষ থানায় সাধারন ডায়েরি দায়েরের বিষয়ে জানতে পেরে ওই তরুণী আদালতে মামলাটির আবেদন করেন।
কাউন্সিলর কেফায়েত হোসেন রনির বড় ভাই ও বরিশাল মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম জনি বলেন,‘আমাদের বাড়িতে এতোগুলো ক্যামেরা রয়েছে, এরকম একটি ঘটনা যদি আমাদের বাড়িয়ে হয়ে থাকে তাহলে প্রশাসন আমাদের ক্যামেরাগুলোর ফুটেজ চেক করে তদন্ত করুক। তাহলেতো সব সত্য বেড়িয়ে আসবে।
কিন্তু এখানেই শেষ নয়, সর্বশেষ কাউন্সিলর রনির বিরুদ্ধে এমন অভিযোগ আনা হলো, যা সংগঠনের সন্মান নিয়ে টান দিয়েছে। এক তরুণীকে হৃদয়ঘটিত সম্পর্কের জেরে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেছেন এমন একটি নেতিবাচক খবর সামনে আসে। বিষয়টি তদন্তধীন হলেও একটি মহল কোমড় বেধে মাঠে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম করে তোলে।

নগরীর ৫ নং ওয়ার্ড কাজীর গোরস্থান এর বাসিন্দা ইঞ্জিনিয়ার তৌফিকুর রহমান বিপ্লব বলেন, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রনিকে কাউন্সিলর বানিয়েছি আমরা । এরকম শিক্ষিত ও তরুন কাউন্সিলর আমাদের পলাশপুরের গর্ব। রনিকে ছোটবেলা থেকেই চিনি আমরা। এটা নেহায়েতই একটা ষড়যন্ত্র। আমরা বিশ্বাস করিনা আমাদের কাউন্সিলের এই ধরনের কোন কাজ করতে পারে।
শত্রুভাবাপন্নদের অতিউৎসাহী হয়ে অপপ্রচার নিয়ে নানান প্রশ্নে উদ্বেগ সৃষ্টি করেছে সাধারন মানুষের মনে।

নগরীর ৫ নং ওয়াডে’র বাসিন্দা ডা: ফরিদউদ্দিন বলেন, রনি নি:সন্দেহে একজন ভালো ও পরোপকারী ছেলে। সে কাউন্সিলর হওয়ার পর আমরা সকল নাগরিক সুবিধা ঠিকমত পাচ্ছি এবং সকল বিপদে আপদে দিনে রাতে সবসময় রনিকে পাশে পাওয়া যায়। আমার মতে এটা একটা ষড়যন্ত্রের স্বীকার হয়েছে আমাদের কাউন্সিলর। তিনি বলেন, আমি মন থেকে দোয়া করি এ ষড়যন্ত্রের হাত থেকে রনি রক্ষা পাক।
এছাড়াও এলাকার স্বনামধন্য ব্যবসায়ী জাহিদ হোসেন বলেন, রনিকে আমরা যতটা কাছ থেকে চিনি সে এই ধরনের কাজ করতে পারে না নিশ্চয়ই তার পিছনে কেউ ষড়যন্ত্র চালাচ্ছে।
এদিকে রনির ও এলাকাবাসী এই ঘটনা মিথ্যা ও ষড়যন্ত্র বলে দাবি করলেও কারা এই ষড়যন্ত্র করছে সে বিষয়টিও সামনে আসা উচিত বলে দাবি করেন সচেতন মহল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD