শনিবার, ২৬ Jul ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অতিরিক্ত পিপি নিয়োগ পেলেন তারেক আল ইমরান বাউফলে অসাধু ব্যবসায়ীর কবলে বিলুপ্ত হচ্ছে দেশি প্রজাতির মাছ চাঁদাবাজির টাকা নয় সৎ পথে উপার্জিত অর্থ দান করলেন মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় ক্ষতিকারক সামাজিক রীতিনীতিকে চ্যালেঞ্জ জানাতে সম্প্রদায় বিষয়ক সংলাপ বৃষ্টি উপেক্ষা করে কলাপাড়ায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা ইউএনওর বদলির খবরে কুয়াকাটায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল কলাপাড়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম এর পঞ্চম মৃত্যু বাষিকী পালিত বরিশালে দিনে দুপুরে বাসা থেকে মোটরসাইকেল চুরি কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত কলাপাড়ায় শিক্ষকের বাড়িতে ডাকাতি।।১৩ ভরি স্বর্ণালঙ্কার ৫০ হাজার টাকা লুট বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল কুয়াকাটায় মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন।। নতুন সাইনবোর্ড পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন কলাপাড়া থানার রাসেল খান ব‌রিশা‌লে সাংবা‌দি‌কের বিরু‌দ্ধে বিএন‌পি নেত্রীর মামলার প্রতিবা‌দে মানববন্ধন ব‌রিশা‌লে সড়‌কে বৃক্ষ রোপন ক‌রে বি‌ক্ষোভ
মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন দের মাঝে গৃহ হস্তান্তর লক্ষে বরিশালে সাংবাদ সম্মেলন

মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন দের মাঝে গৃহ হস্তান্তর লক্ষে বরিশালে সাংবাদ সম্মেলন

Sharing is caring!

এস এল টি তুহিন: বরিশালে জেলা প্রশাসন  এর আয়োজনে আজ রবিবার( ২৪ এপ্রিল ) বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় আগামী ২৬ এপ্রিল ২০২২ তারিখ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে বরিশাল বিভাগীয় ও জেলার কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, বরিশালের বিভাগীয় কমিশনার  মোঃ আমিন উল আহসান।

এসময় উপস্থিত ছিলেন এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী শরীফ মোঃজামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল গৌতম বাড়ৈ, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মনিরুজ্জামানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা সুধী জন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ব‌রিশাল সা‌র্কিট হাউ‌সে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উ‌দ্বোধন উপ‌ল‌ক্ষে ব‌রিশা‌লের তথ‌্য অব‌হিত কর‌ণের নি‌মি‌ত্তে প্রেস ব্রিফিং এই তথ‌্য জানান, ব‌রিশাল বিভাগীয় ক‌মিশনার আ‌মিন উল আহসান। তি‌নি জানান, সাধা‌রণত ঈদ উপহার হি‌সে‌বে ঈ‌দের আ‌গে মানুষ‌কে সেমাই, চি‌নি, শা‌ড়ি, লু‌ঙ্গি ইত‌্যা‌দি দি‌তে দে‌খে‌ছি। কিন্তু বাংলা‌দেশ এখন অর্থনৈ‌তিকভা‌বে এতটাই সক্ষমতা অর্জন ক‌রে‌ছে যে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ঈ‌দের উপহার হি‌সে‌বে ভূ‌মিহীণ ও গৃহহীণ প‌রিবার‌কে জ‌মি ও গৃহ প্রদান কর‌ছে। ব‌্যতিক্রম হ‌চ্ছে ২২ জন তৃতীয় লি‌ঙ্গের মানুষ‌কে বরগুনার সদর উপ‌জেলার গৌ‌রিচন্না ইউ‌নিয়‌নের খাজুরতলা আশ্রয়ন কে‌ন্দ্রে গৃহ প্রদান ক‌রে মূল ধারায় সংযুক্ত করা হ‌য়ে‌ছে। ২৬ এ‌প্রিল প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ৩য় পর্যা‌য়ে ভূ‌মিহীণ ও গৃহহীণ প‌রিবার‌কে জ‌মি ও গৃহপ্রদান কার্যক্রমের উ‌দ্বোধণ ক‌রেন। ৩য় পর্যা‌য়ে ব‌রিশাল বিভা‌গে ৭৮৭৭ ঘর বরাদ্দ হ‌য়ে‌ছে। এর মধ্যে হস্তান্তরযোগ‌্য ৩২১০ টির ম‌ধ্যে ব‌রিশা‌ল জেলায় ৪৫২‌টি ঘর, পটুয়াখালী ১০৫৬, ভোলায় ৭০১, পিরোজপু‌রে ২২৮, বরগুনায় ৩৭৮, ঝালকা‌ঠি‌তে ৩৯৫‌টি। বিভাগীয় ক‌মিশনার ব‌লেন, ৩য় পর্যা‌য়ে প্রতি‌টি ঘ‌রের নির্মান বাবদ বরাদ্দ প্রদান করা হয় ২ লক্ষ ৪০ হাজার টাকা। এছাড়া প্রত্যেক উপকার‌ভোগী‌কে দুই শতাংশ  জ‌মি রে‌জি‌স্ট্রি ক‌রে দেয়া হ‌য়ে‌ছে।

এ দিকে  বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, মুজিব বর্ষ উপলক্ষ্যে এবার আসন্ন ঈদ-উল-ফিতরের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। তারি ধারাবাহিকতায় বরিশাল জেলায় ৩য় পর্যায়ে বরিশাল জেলার ১০ টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১৮৫৬টি পরিবার জন্য নির্মিতব্য গৃহ হতে কবুলিয়তসহ ৪৫২ টি গৃহ উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করা যাবে।

তিনি আরো বলেন, বরিশাল জেলার উপজেলা সমূহের গৃহ হচ্ছে বরিশাল সদর ৩২ টি, বাকেরগঞ্জ ৩৭ টি, মেহেন্দিগঞ্জ ২৫ টি, উজিরপুর ৯৫ টি, বানারীপাড়া ২৫ টি, গৌরনদী ৮৮ টি, মুলাদী ১০ টি, বাবুগঞ্জ ৩৭ টি, হিজলা  ৭৮ টি, আগৈলঝাড়া ২৫ টি মোট ৪৫২ টি গৃহ। অসমাপ্ত বাকি ১৪০৪ টি  গৃহ ও কবুলিয়ত সম্পাদনের কাজ দ্রুত সমাপ্ত করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD