শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে আভাসের তিন দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা সর্ম্পন্ন উপকূলের শিশুদের দুর্যোগের আগাম পূর্বাভাসভিত্তিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে মেট ক্লাব উদ্বোধন উপকূল দিবসের দাবীতে৭০ এর ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন বরিশাল কারাগারে ফ্যাসিস্ট দুই কর্মকর্তার ছত্রছায়ায় চলছে অনিয়ম দুর্নীতি মহিপুরে ৩৭ কেজির এক ‘কালো পোয়া’ বিক্রি একলক্ষ ১১ হাজার পাখি শিকার করে লাইভে রান্না, যুবকের ১০ হাজার টাকা অর্থদণ্ড কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাউফলে কৃষকদের মাঝে বিনা মুল্যে বীজ ও সার বিতরণ কলাপাড়ায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ম/র/দে/হ উদ্ধার, এলাকা জুড়ে চাঞ্চল্য সভাপতি মোহসীন, সম্পাদক বিপু।কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন অপারেশন ডেভিল হান্ট অভিযানে কলাপাড়ায় গ্রেফতার-৯ কলাপাড়ায় নৌকায় ইলিশের অস্তিত্ব সংকট বিষয়ক গন শুনানি বরিশাল-৫ আসনে জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট হেলালের গণসংযোগ বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত বরিশালে ৩৫ সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বরিশাল টু মুম্বাই ভার্চুয়ালি বাগদান পরিচালক রনীর, বিয়ে আগস্টে

বরিশাল টু মুম্বাই ভার্চুয়ালি বাগদান পরিচালক রনীর, বিয়ে আগস্টে

Sharing is caring!

বরিশাল সদরের মেয়ে নাসিরা জাহান অনন্যার সঙ্গে ‘বসগিরি’ খ্যাত ঢাকাই সিনেমার আলোচিত পরিচালক শামীম আহমেদ রনীর ফেসবুকে পরিচয় ছিল প্রায় চার বছর। সেই সূত্রে বন্ধুত্ব। ২০১৯ সালের ৮ নভেম্বরে বন্ধুত্ব অঅঅদধধধধড়ূাা মন দেয়া নেয়ায়। অবশেষে সেই প্রেম বিয়েতে গড়াচ্ছে মেন্টাল, বসগিরি, শাহেনশাহ সিনেমাগুলোর পরিচালক রনীর। গত রবিবার (১৮ জুলাই) অনন্যার সঙ্গে পরিচালক রনীর বাগদান সম্পন্ন হয়েছে। পাত্র-পাত্রীর দুই পরিবারের সদস্যরা উপস্থিত থাকলেও স্বশরীরে ওই অনুষ্ঠানে ছিলেন না রনী। মজার ব্যাপার ঘটেছে এখানে!

বাগদান অনুষ্ঠানে রনির বাবা-মাসহ পাত্রী অনন্যার বাবা-মা উপস্থিত থাকলেও পরিচালক রনী ছিলেন মুম্বাইতে। ভার্চুয়ালি তাদের বাগদান সম্পন্ন হয়েছে বলে জানান শামীম আহমেদ রনী। মুম্বাই থেকে মুঠোফোনে শামীম আহমেদ রনী বলেন, ভোরের ফ্লাইটে কলকাতা থেকে মুম্বাই এসেছি।

প্রায় একই সময় ঢাকা থেকে আমার বাবা-মা বরিশালে গেছেন। আমি মুম্বাই থাকলেও মন পড়েছিল বাগদান অনুষ্ঠানে। শামীম আহমেদ রনী জানান, তার মুম্বাই যাওয়ার কারণ আন্তর্জাতিক মানের সিনেমা নির্মাণের পরিকল্পনার মিটিং করা। আগামী আগস্টে ১৫ বিরতি পাবেন। সেই ফাঁকে বিয়েটা সেরে ফেলতে চান।

নইলে আগামী বছর জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। রনী বলেন, ১৩ আগস্ট বিয়ে হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকলে ধুমধাম আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা আছে। নইলে ঘরোয়াভাবেই বিয়ে সম্পন্ন হবে। এরআগে রনী বিয়ে করেন মডেল ও অভিনেত্রী তমা খানকে। যিনি ২০১৯ সালে ‘আত্মহত্যা’ করেন।

রনীর বাগদত্তা অনন্যা বরিশাল বিএম কলেজে বিএ অর্নাসে পড়ছেন বলে জানান ‘রংবাজ’ সিনেমার এই পরিচালক। রনী যোগ করে বলেন, অনন্যা প্রচণ্ডভাবে তমাকে রেসপেক্ট করে। এটি আমাকে খুব স্পর্শ করে। তাছাড়া সে প্রচণ্ড কেয়ারিং। যেটা আমার জন্য খুব দরকারি। বছর দুয়েক আগে জীবনের বাজে সময় পার করছিলাম। তখন অনন্যা তার অবস্থান থেকে মানসিকভাবে আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে।

সেই থেকে তার প্রতি আমার দুর্বলতা বাড়ে ও একসময় প্রেম হয় দুজনের মধ্যে। বসগিরি ও ধ্যাততেরিকি ছাড়া শামীম আহমেদ রনীর পরিচালনায় বেশির ভাগ সিনেমা প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এই পরিচালকের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলো বিক্ষোভ, বুবুজান, লাইভ। এছাড়া তার নির্মাণাধীন সিনেমার মধ্যে আছে কলকাতার দেবের কমান্ডো, বনি-কৌশনীকে নিয়ে লাগ ভেলকী লাগ, ছুটি। আরও কলকাতার সিনেমা চক্কর, অগ্নিবীণা, ধাঁধা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD