রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন
অগনতান্ত্রিক, অশুভ শক্তি আর এশিয়ায় তার অর্থ ও গায়ের জোরে চীন আগ্রাসন চালিয়ে দেশের শান্তি বিনষ্ট করার অভিযোগ এনে এবং বরিশাল শের -ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত সমস্যা সমূহ আশুসমাধানের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি।
বৃহস্পতিবার অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধনে সভাপতিত্ব করে মজিবুর রহমান খোকা।
সভায় আরো বক্তব্য রাখেন, সাস্কৃতিক ব্যক্তিত্ব সুরঞ্জিত দত্ত লিটু, সমাজসেবক নারায়ন চন্দ্র দে নারু, ইব্রাহীম হওলাদার, তানজিল আহম্মেদ, মুক্তিযোদ্ধা অমর পুশিলাল, রফিকুর রহমানসহ অন্যন্যরা।
এসময় বক্তারা অভিযোগ করেন চীন এশিয়ার মধ্যে নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। বাংলাদেশের সাথে সহাবস্থানের আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।
এছাড়া করোনা মোকাবেলায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যথাপুযুক্ত চিকিৎসা হচ্ছে না জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বক্তারা। দাবী জানান স্বাস্থ্য সেবায় আরো আন্তরিক হতে।