শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
কোয়ারেন্টিন না থেকে ঝুঁকিপূর্নভাবে ঘোরাফেরা করায় বরিশাল নগরীর মুন্সি গ্যারেজ এলাকায় এক ফ্রান্স প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সকাল সোয়া ১১টায় নগরীরর মুন্সি গ্যারেজ এলাকায় বাবুল হোসেন নামের এক ফ্রান্স প্রবাসী নিজ বাসা সংলগ্ন রাস্তায় ঘোরাফেরা করছিলেন।
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত তাকে হাতেনাতে রাস্তায় ধরে ফেলেন।
এসময় ওই প্রবাসী জানান গত ৬ মার্চ ফ্রান্স থেকে বাংলাদেশে আসেন। দিনচারেক কোয়ারেন্টিনে থাকার কথা দাবী করলেও এর পরে গত ১০ মার্চ বরিশালে এসে বিভিন্নস্থানে ঘোরাফেরা করার অভিযোগ করেন এলাকাবাসী।
এঘটনার প্রমান পেয়ে সরকারি নিষেধাজ্ঞা না মানায় ওই প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান।
এদিকে বাগিয়া ২৯ নং ওয়ার্ডে কুয়েত ফেরত মোঃ সাইদকে একই কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যজািস্ট্রট।