শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে করেনা স্বাস্থ্য ঝুঁকি বিষয়ে কি করনীয় এনিয়ে ভিডিও কনফারেন্স হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিভাগীয় কমিশনারের সভা কক্ষে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এখানে বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, বিভাগের ছয় জেলায় জেলা প্রশাসক সহ ৪২টি উপজেলার ইউএনও, উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যানসহ নেতৃস্থানীয় ব্যক্তিরা কনফারেন্সে অংশ নেয়।
তিনি আরো বলেন, করোনা মোকাবিলায় যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছে তাদের নজরে রাখা এবং জনসমাগম বিশেষ করে বড় ধরণের জমায়েত বন্ধ করার জন্য নির্দেশনা দেয়া হয়।
ধর্মীয় নেতাদের মাধ্যমে বুঝিয়ে ধর্মীয়রীতি পালনে বড় জমায়েত যাতে না করা হয় সে বিষয়ে প্রশাসনের কর্তা ব্যক্তিদের বলা হয়।