শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন
কাজের সময় ৮ ঘন্টা নিশ্চিত করাসহ ৭ দফা দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দোকন কর্মচারীরা।
বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে শুক্রবার (১৩ মার্চ) সকালে চকবাজার ফলপট্টির মোড়ে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়নের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট এ.কে আজাদ, মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল বাসার আকন, বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন মোল্লা, প্রচার সম্পাদক মো: আলী হোসেন কবির, হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: নান্নু মিয়া, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তুষার সেন, বিদ্যুৎ শ্রমিক নেতা জে কে মুকুল প্রমুখ।
এসময় বক্তারা ক্ষোভের সাথে বলেন, ২০১৭ সালের ১১ জানুয়ারি বরিশালের জেলা প্রশাসন, মালিক পক্ষ এবং শ্রমিক নেতৃবৃন্দের যৌথ সভায় মালিক পক্ষ ওয়াদা করেছিল ১ মাসের মধ্যে সকল শ্রমিককে নিয়োগপত্র, পরিচয়পত্র এবং সার্ভিস বুক দেয়া হবে। কিন্তু আজ ৩ বছর অতিক্রান্ত হয়ে গেলেও মালিক পক্ষ শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র এবং সার্ভিস বুক কিছুই দেয়নি।
বক্তারা মালিকদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, কত বছর পাড় হয়ে গেলে আপনাদের এক মাস হবে ? সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, মালিকদের নির্যাতন আর মুখ বুজে সহ্য করা হবে না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো। আমাদের দাবি বাস্তবায়ন করা না হলে বরিশালের সকল পেশার শ্রমিকদের সাথে নিয়ে বৃহত্তর
আন্দোলন গড়ে তুলে মালিকদেরকে আমাদের দাবী মানাতে বাধ্য করবো। আর সে ক্ষেত্রে যদি কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয় তার সমস্ত দায় দায়িত্ব মালিক পক্ষ এবং জেলা প্রশাসনের ঘাড়েই বর্তাবে।
বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক, শ্রম আইন অনুসারে ৮ ঘন্টা কাজ, সপ্তাহে দেড় দিন ছুটি, ন্যূনতম বেতন ১৬ হাজার টাকা নির্ধারণ, কথায় কথায় শ্রমিক ছাঁটাই, নির্যাতন বন্ধ করুন অন্যথায় শ্রমিক শ্রেণির রোষানলে পড়লে শ্রমিক নেতৃবৃন্দ কোন দায় বহন করবে না।
এসময় বক্তারা ইউনিয়নের ৭ দফা দাবী অবিলম্বে মেনে নেয়ারও জোড় দাবী জানান।