শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্নিমা উৎসব পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই মন্দিরে মন্দিরে পূজানুষ্ঠানের আয়োজন করা হয়। তাছাড়াও বসত ঘরেও ভগবানের পূঝা করে সনাতন ধর্মাবলম্বীরা। এরপর রঙ খেলায় মেতে ওঠে সনাতন ধর্মাবলম্বীরা।
দোল উৎসব উপলক্ষে বরিশালে সবথেকে বড় আয়োজন ছিলো নগরীর শীতলা খোলা এলাকায়।
সেখানে কয়েকশত তরুন তরুণী অংশগ্রহণ করে দোল উৎসবে। ছিলো ডিজে’র আয়োজনও। সেখানে রঙ খেলায় মেতে ওঠে নগরীর শতশত মানুষ। এখানকার আয়োজক স্বাগতা দাস জানান, প্রতিবছরই দোল উৎসবে শীতলাখোলা মোড়ে নানা আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। রঙ খেলায় ধর্ম বর্ন নির্বিশেষে সকলেই মেতে ওঠে।
এদিকে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে শিক্ষার্থীরাও দোল উৎসব পালন করে।
অপরদিকে দিনটি উপলক্ষে মন্দিরে মন্দিরে নানা আয়োজন করা হয়। সেখানেও রঙ খেলায় মেতে ওঠে ভক্তরা। পাশাপাশি পাড়া মহল্লাগুলোতেও দোল উৎসব অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সহিত রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোলপূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌরপূর্ণিমা নামেও অভিহিত করা হয়। দোলযাত্রা উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে। এই দিন সকাল থেকেই নারীপুরুষ নির্বিশেষে আবির, গুলাল ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হয়।