শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
বরিশালে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্যকে চাকু ও লোহার পাইপসহ আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা।
রোববার (০৮ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৮ এর সদর দফতর।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সম্প্রতি চক্রটি বরিশালে এক যুবকে পিটিয়ে গুরুতর আহত করে।এ বিষয়ে বরিশাল নগরের কোতোয়ালি মডেল থানায় একটি মামলাও রুজু হয়। এরপর র্যাব-৮ কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে অভিযানে নেমে ৭ মার্চ দিবাগত রাতে কিশোর গ্যাং চক্রের মূলহোতা সহ ৪ সদস্যকে আটক করে।
এরা হলো নগরের সিএন্ডবি রোড কাজীপাড়া এলাকার মৃত আঃ সালম শরীফের ছেলে মোঃ হাফিজুর রহমান রুমি(২২), হাবুল হাওলাদারের ছেলে মোঃ উজ্জল হাওলাদার(২১), জসীম গাজীর ছেলে মোঃ হৃদয় গাজী(২০) ও শেরে বাংরা সড়কের ইদ্রিস সরদারের ছেলে মোঃ আরিফুর রহমান(২০)।
আটকের সময় তাদের আস্তানায় অভিযান চালিয়ে ছুরি, চাকু, লোহার পাইপ ও ভয় দেখানোর জন্য খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
এদিকে আটককৃত হাফিজুর রহমান রুমি বরিশাল জেলা ছাত্রলীগের সহ সম্পাদক। ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের শিক্ষার্থীদের সাথে কিছুদিন পূর্বে রুমি ও তার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেসময় জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে তাকে বহিষ্কারের সুপারিশ প্রেরণ করে।