শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
করোনা ভাইরাস প্রতিরোধে ওয়ার্ড তৈরী করছে বরিশাল শেবাচিম হাসপাতাল। হাসপাতাল চত্বরের নির্মানাধীণ ভবনের দ্বিতীয় তলায় এই ওয়ার্ড তৈরী করা হচ্ছে।
করোনা ভাইরাস প্রতিরোধে ১৫০ শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ড শুক্রবার বিকালে পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি জাহিদ ফারুক শামীম।
ওয়ার্ড পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জনবল সংকট রয়েছে। বিষয়টি নিয়ে শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং স্বাস্থ্য মন্ত্রীর সাথে কথা বলেছি। বিষয়টি শীঘ্রই সমাধান হবে। তাছাড়া হাসপাতালে ব্যবস্থাপনায় দ্রুতই আমুল পরিবর্তন দেখা যাবে। এদিকে আমরা করোনা ভাইরাস প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন প্রমূখ।
উল্লেখ্য, ৮ই মার্চ বরিশাল শেবাচিম হাসপাতালে ১৫০শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডটি উদ্বোধণ করা হবে।