বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সিনিরয় যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীর উপর হামলার প্রতিবাদে বরিশাল বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মহানগর স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ সমাবেশ করে।
এতে বক্তব্য রাখেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সনকে জেলে আটকে রেখে গনতন্ত্রকেও আটকে রেখেছে বর্তমান সরকার। তারা মুখে বড় বড় কথা বলে শুধু। তাছাড়া গনতন্ত্র মুক্তির কথা বলে হামলার শিকার হয়েছেন রুহুল কবির রিজভী সহ অন্যান্য নেতাকর্মীরা। এসময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বক্তারা।
পরে নেতাকর্মীরা অশ্বিনী কুমার হল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়।