রবিবার, ০৬ Jul ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ফল উৎসব, কৃষক বাজার  ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সুমনের সদস্য সচিব পদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন চাঁদাবাজ দখলবাজ এবং দুর্নীতিবাজ মুক্ত মেহেন্দিগঞ্জ গড়তে চাই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ বিসিসি’র ২২নম্বর ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান বাউফ‌লে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হ-ত্যা চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে লিখনি বজায় রাখবে বাংলানিউজ – মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় দুই এইচএসসি পরীক্ষার্থী বহিস্কার সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের শিক্ষকদের বিদায় সংবর্ধনা শিক্ষাবোর্ড কর্মচারী বড় সিরাজের দলবদল পরিক্রমা শের-ই বাংলা মেডিকেলের মেডিসিন বিভাগ পূর্বের স্হানে ফিরিয়ে নেয়ার দাবীতে মানববন্ধন বরিশালে ছাত্রশিবিরের “সাথী শিক্ষা বৈঠক–২০২৫” অনুষ্ঠিত অসুস্থ শ্রমিকদল নেতার পাশে দাঁড়ালেন ফয়েজ খান কুয়াকাটায় অতিরিক্ত মদপানে পর্যটকের মৃত্যু সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের বিএ অনার্স (২০১৯-২০) এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বরিশালে কাশিপুর ও বাঘিয়ায় সক্রিয় অপরাধীরা, প্রশাসনের নজরদারী বাড়ানোর দাবিতে মানববন্ধন
এই ত্যাগের মাধ্যমেই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে-শামসুল ইসলাম

এই ত্যাগের মাধ্যমেই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে-শামসুল ইসলাম

Sharing is caring!

শামীম আহমেদঃ
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আ. ন. ম শামসুল ইসলাম বলেছেন, দীর্ঘদিনের স্বৈরচারী
দুঃশাসনের পর দেশের মানুষ এখন শান্তি চায়, স্বস্তি চায়।

তারা জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। কারণ মানুষ জানে,
জামায়াতই পারবে দেশে শান্তি-শৃঙ্খলা ও ন্যয় বিচার নিশ্চিত করতে।  (২৮) সেপ্টেম্বর) শনিবার বরিশাল মহনগরীর একটি
অডিটরিয়ামে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত রুকন (সদস্য) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা
বলেন।

শামসুল ইসলাম বলেন, কোরআনের পাখি মাও দেলোয়ার হোসেন সাইদিকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। অনেককে গুম করে আয়না করে নিয়ে গেছে। তার বিরুদ্ধে ৯৩ টি মামলা দেয়া হয়েছে।

এরা সব রাজাকার বলায়, শ্লোগান উঠে তুমি কে আমি
কে রাজাকার। কাদের বললো এদের দমন করতে ছাত্রলীগ যথেষ্ট, এখন ছাত্রলীগের খোঁজ নেই। আবু সাইদের কথা উল্লেখ, বলেন দেড় দুই হাজার জীবন দিয়েছে।

অনেকের হা পা চলে গেছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। তাদের ত্যাগ জান্নাতের উছিলা হয়ে দাঁড়াবে।
আওয়ামী স্বৈরারচার ১৫ বছর জনগনের ওপর চেপে বসেছিলো কিন্তু আল্লাহর রহমত যখন আসে তখন শয়তানি শক্তি পালাতে
বাধ্য হয়। ন্যায়ের জন্য যারা লড়াই করে তাদের বিজয় নিশ্চিত।

এই সুযোগ কাজে লাগিয়ে এখন আমরা আগামীর সুন্দর
বাংলাদেশ গঠন করতে চাই। জামায়াতের এই নায়েবে আমির বলেন, শেষ পর্যন্ত তরুণ প্রজন্মকেও রাজাকার সাব্যস্ত করা
হয়েছিল।

তাদের দমন করতে ছাত্রলীগকে লেলিয়ে দেয়া হয়েছিল কিন্তু আবু সাঈদের মতো তরুণরা বুলেটের সামনে বুক পেতে
দিয়েছে। তরুণদের এই ত্যাগের মাধ্যমেই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের

সাবেক এই সংসদ সদস্য বলেন, ১৫টি বছর জামায়াতের কর্মীরা ঘরে থাকতে পারেননি। আমাদের শীর্ষ নেতাদের
বিচারের নামে হত্যা করা হয়েছে। আরো অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।

মামলা-হামলা, গুম-খুন করে
দমানোর চেষ্টা করা হয়েছে; কিন্তু জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে দমানো যায়নি। যার স্বাক্ষ্য দিচ্ছে
এখন দেশের প্রতিটি জনগন। এই নেতা বলেন, এখন দেশের মানুষ জামায়াতে ইসলামীর সম্পর্কে ইতিবাচক ধারণ পোষণ
করে। তাদেরকে ভুল বোঝানোর আওয়ামী অপচেষ্টা ব্যর্থ হয়েছে।

জনগনের সামনে এখন জামায়াতে ইসলামী সম্পর্কে ধারনা
দিবালোকের মতো স্পষ্ট। জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল জব্বারের সভাপতিত্বে ও নায়েবে আমির ডক্টর এসএম
মাহফুজুর রহমানের পরিচালনায় শিক্ষা শিবিরে আরো বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম
মাসুম, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল, কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আবদুল মান্নান, সেক্রেটারি মাওলানা
মাহমুদুন্নবী তালুকদার, সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, অধ্যাপক সাইয়েদ আহমেদ খান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা হাফেজ সাইফুল ইসলাম, অধ্যাপক মোশাররফ হোসেন, সাইফুর রহমান অ্যাডভোকেট আজম খান, অ্যাডভোকেট জহিরউদ্দিন ইয়ামিন, নুরুল হক সোহরাব, অধ্যাপক সাইফুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের
জেলা সভাপতি আবদুল কাদের, সেক্রেটারি আলি আকবর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD