মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামী লীগের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়েছে। রোববার উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার ও যুগ্ম সাধারন সম্পাদক মো. ফারুক সরদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে আহসান হাবিব হিরন হাওলাদারকে সভাপতি ও মোশারফ হোসেন তালুকদারকে সাধারন সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। এর আগে ২০১৯ সালের ১৫ ডিসেম্বর কমিটি অনুমোদন দিলেও, বিভিন্ন কারনে তা স্তগিত রাখা হয়।
এবিষয়ে সদ্য ঘোষিত কমিটির সভাপতি আহসান হাবিব হিরন হাওলাদার বলেন, দেরিতে হলেও অবশেষে হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের কমিটি ঘোষনা করা হয়েছে। এতে পুনরায় নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছে। আমরা প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো।