শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
বরিশাল চরকাউয়া খেয়াঘাটে নিষেধ অমান্য করায় দুই মাঝিকে জরিমানা। ট্রলার চালকদের নিবাহী ম্যাজিস্টেড জিজ্ঞাস্য করলে মাঝিরা বলে কোস্টা গাড’ এর অফিসারদের আদেশ কমে্ বরিশাল চরকাউয়া খেয়াঘাটে তারা ট্রালার চলাচল পরিচালনা করছেন।
মন্ত্রী পরিষদের আদেশ ছিল ইমারজেন্সি ছাড়া কোন রকমের নৌ- যান চলাচল কিংবা পরিবহন চলাচল করা সম্পুর্ন নিষেধ জারি থাকলেও কার আদেশে আপনি এই পারমিশন দিলেন, নিবাহী ম্যাজিস্টেড কোস্টো গাডের সদস্য মোঃ কামাল হোসেন কে জিজ্ঞেস করলে তিনি তা না স্কিকার করেন।
আতপর নিবাহী ম্যাজিস্টেড লাকি দাস কোস্টা গাড কে কঠর হুশিয়ার করে দিয়ে তাদের এই বিষয়ে কঠর নজর দারি করেন। এবং নিদেশনা অমান্য করে যাত্রী পারাপার করার অপরাধে দুই মাঝিকে দুই হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা করেন।