সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
হে আল্লাহ রব্বুল আলামীন আপনার কাছে ফরিয়াদ করি আমাদের দহ্মিন অঞ্চলের রাজনৈতিক অবিভাবক পাবত্য শান্তিচুক্তির পরিবিহ্মন কমিটির আহবায়ক ও ( মন্রী পদমর্যাদা ) এম,পি সাবেক জাতীয় সংসদের চিপ হুইপ বরিশাল জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসান আব্দুল্লাহ চাচার রোগ মুক্তি ও তার দীর্ঘ আয়ু কামনায় জন্য কাল বুধবার আসর বাদ ২নং ওয়াড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা করমীরা ২নং ওয়াডের ৯টি জামে মসজিদে আসরের নামাজ শেষে দোয়া ও মোনাজাতের আয়োজন করেন।