রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
বরিশালে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সকল হাসপাতালে ২০ হাজার টেকনোলজিস্ট নিয়োগ, সুপ্রীমকোর্টের রায় বাস্তবায়ন, পুরনোদের চাকুরী স্থায়ীকরন সহ ৬ দফা দাবীতে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজস্টিরা।
বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী কর্মবিরতি পালন করে। পাশাপাশি তারা এসময় তাদের দাবী বাস্তবায়নে বিক্ষোভ মিছিলও করে।
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন বরিশাল জেলা ও মহানগর ইউনিটের আয়োজনে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারা প্রতিবাদী সমাবেশ ও মৌনমিছিল করেন।
মেডিকেল টেকনোলজিস্ট বরিশাল বিভাগীয় সভাপতি মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তারা বলেন, অবিলম্বে তাদের দাবী মেনে না নিলে কঠোর কর্মসূচীর ঘোষণা দেয়া হবে।