শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রাজপথের আন্দোলনে সক্রিয়দের মূল্যায়ন করা হবে ।। নেছার উদ্দিন জাফর বিদ্যালয়ের ভবন নির্মান কাজের অনিয়মের অভিযোগ। কাজ বন্ধ কুয়াকাটায় এক ইলিশ বিক্রি ৮ হাজার ৭৫০ টাকা কলাপাড়ায় মানবাধিকার কমিশন’র কমিটি পূর্ণগঠন সভা নির্যাতিত ত্যাগীরাই আগামীতে নেতৃত্বের দাবীদার ।। নেছার উদ্দিন জাফর বাউফলে ঘাতক ট্রলি আবারও কেড়ে নিলো একটি তাজা প্রান, চালক আটক সভাপতি জাহিদ রিপন, সম্পাদক আকাশ।।  মহিপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন কুয়াকাটায় ধরা পড়ল বিরল প্রজাতির ‘গিনি “অ্যাঞ্জেল ফিশ মহিপুরে জেলে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত কক্সবাজারের হত্যা মামলার আসামি কলাপাড়ায় গ্রেফতার কলাপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা কুয়াকাটার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা চেষ্টার অন্যতম আসামি গ্রেপ্তার মহিপুরে অবৈধভাবে খাল ভরাট, ভ্রাম্যমান আদালতের হানায় পাইপ বিনষ্ট, জরিমানা ৫০ হাজার টাকা স্বৈরাচারের দোসরদের স্থান স্বেচ্ছাসেবক দলে হবেনা ।। নেছার উদ্দিন জাফর
ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ে ক‌ক্ষে আটকে ছাত্র নির্যাতন

ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ে ক‌ক্ষে আটকে ছাত্র নির্যাতন

Sharing is caring!

ব‌রিশাল বিশ্ববিদ্যাল‌য়ে ‌শে‌রে বাংলা হ‌লের এক শিক্ষার্থী‌কে এক‌টি ক‌ক্ষে আট‌কে রে‌খে নির্যাত‌নের অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। এ ঘটনায় বুধবার সভা ক‌রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন প্র‌ভোস্ট।

মঙ্গলবার রাত ১০টার দি‌কে শে‌রে বাংলা হ‌লে ঘ‌টে এ ঘটনা। নির্যা‌তিত শিক্ষার্থীর নাম মোহাম্মদ শাহজালাল। সে ফিণ্যান্স ও ব্যাং‌কিং বিভা‌গের মাস্টা‌র্সের শিক্ষার্থী।

শাহ জালাল জানায়, ৪০১৬ নম্বর ক‌ক্ষে অবস্থান কর‌ছি‌লো সে। এসময় জিওল‌জি এন্ড মাই‌নিং বিভা‌গের শিক্ষার্থী শান্ত শাহজালা‌লের রু‌মে গি‌য়ে জরুরী কথা আছে ব‌লে ১০০১ নম্বর রু‌মে নি‌য়ে যায়। সেখা‌নে রু‌মের ম‌ধ্যে ঢোকার পর দরজা বন্ধ ক‌রে দেয়। এরপর তার মুখ বে‌ধে মারধর ও নির্যাতন করা হয় ব‌লে অ‌ভি‌যোগ ক‌রে শাহজালাল। ওই রু‌মে তখন চারজন প‌রি‌চিত সহ কমপ‌ক্ষে ৮জন অপ‌রি‌চিত একই ব‌র্ষের লোক ছি‌লো। এ‌দের হা‌তে ছি‌লো রড ও দেশীয় অস্ত্রসস্ত্র। এরা শাহজালা‌লের সাম‌নেই তা‌কে কোথায় নি‌য়ে মারধর কর‌বে সে বিষ‌য়ে আলাপ কর‌ছি‌লো। সবার চোখ ফা‌কি দি‌য়ে দরজার সিটকা‌নি দ্রুত খু‌লে দৌ‌ড়ে পালি‌য়ে ৪০১৪নম্বর রু‌মে আশ্রয় নেয়। সেখা‌নে গি‌য়ে ধাওয়া ক‌রে আন‌তে চায় অ‌ভিযুক্তরা। কিন্তু ওই রু‌মে থাকা শিক্ষার্থীরা প্র‌তি‌রোধ গ‌ড়ে তুল‌লে অ‌ভিযুক্তরা ব্যর্থ হয়।

শাহজালাল জানায়,‌বি‌কে‌লে বঙ্গবন্ধু হ‌লের বাংলা বিভা‌গের না‌ভিদ ও অর্থনী‌তি বিভা‌গের মোহাম্মদ সাই‌দের ম‌ধ্যে কক্ষ প‌রিবর্তন করা নি‌য়ে হামলা পাল্টা হামলার ঘটনা ঘ‌টে। এর জের ধ‌রে প্র‌তিপ‌ক্ষের হামলায় সাইদ গ্রু‌পের চারজন অাহত হ‌য়ে শেবা‌চিম হাসপাতা‌লে ভ‌র্তি হয়। এরই জের ধ‌রে সাই‌দের প‌ক্ষের লোকজন শাহজালা‌লের উপর নির্যাতন চালায়। এ ঘটনার বিচার দাবী ক‌রে‌ছে শাহজালা‌লের সহপা‌ঠিরা।

অপর‌দি‌কে প্রভোস্ট ইব্রা‌হিম মোল্লা বলেন, বিষয়‌টি উর্ধ্বতন কতৃপক্ষ‌কে জানা‌নো হ‌য়ে‌ছে। বুধবার দি‌নের বেলা এ বিষ‌য়ে আলোচনা ক‌রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD