শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
বরিশালে বিভিন্ন ক্ষেত্রে তৃনমূল পর্যায়ে অবদান রাখার জন্য ৫ জন নারীকে জয়িতা এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১০ টায় নগরীর অশ্বিনী কুমার হলে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় সন্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।
প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ফরিদা পারভিন এদের হাতে ক্রেষ্ট তুলে দেন।
তৃণমূল পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বরিশাল বিভাগের ৫ জন জয়িতার মধ্যে অর্থ নৈতিক ভাবে সাফল্য অর্জনকারী শাহিনুর আক্তার পটুয়াখালী, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে হাসিন আরা বেগম বরিশাল, সফল জননী হালিমা খাতুন বরগুনা, নির্যাতন উপেক্ষা করে নতুন উদ্যমে জীবন শুরুর জন্য মনোয়ারা বেগম ঝালকাঠী ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য নয়ন তারা পিরোজপুরকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
https://crimeseen24.com/news-video/বরিশালে-৫জন-নারীকে-জয়িতা/