মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
ক্রাইমসিন২৪:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মনোনীত রাজশাহী-২ আসনের প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষে এক নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়।
আজ (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় নওদাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ১৭ নং ওয়ার্ড উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম চঞ্চলের সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগর সভাপতি লিয়াকত আলী লিকু। এসময় বক্তারা বলেন, “রাজশাহীর উন্নয়নে জননেতা ফজলে হোসেন বাদশার বিকল্প নেই। তিনি রাজশাহীর প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটিয়েছে। মসজিদ-মন্দির, রাস্তাঘাট, কলকারখানা চালু করা সহ রাজশাহীর সর্বক্ষেত্রে উন্নয়ন ঘটেছে বিগত ১০ বছরে। রাজশাহীর মানুষ নিশ্চয় উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে জননেতা ফজলে হোসেন বাদশাকে জয়যুক্ত করবে।” এসময় আরো বক্তব্য রাখেন রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, সম্পাদক মন্ডলীর সদস্য আবুল কালাম আজাদ, সদস্য নাজমুল করিম অপু, শাহমখদুম থানার সম্পাদক মন্ডলীর সদস্য ইসমাইল হোসেন, জাতীয় শ্রমিক ফেডারেশনের রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অসিত পাল, বাংলাদেশ ছাত্র মৈত্রীর রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক সম্রাট রায়হান, শ্রমিকনেতা আব্দুল লতিফ। এছাড়াও কর্মীসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর মহানগর সভাপতি এ.এইচ.এম জুয়েল খান, শাহমখদুম থানা সাধারণ সম্পাদক সাকিব আল হাসান, বাংলাদেশ যুবমৈত্রী শাহমখদুম থানা সভাপতি আলাউদ্দিন আলা, সাধারন সম্পাদক বাক্কার আলী প্রমুখ।